১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০১:২৮

ফেসবুকে বন্ধুর বিরক্তিকর পোস্ট থেকে বাঁচতে 'স্নুজ'

অনলাইন ডেস্ক

ফেসবুকে বন্ধুর বিরক্তিকর পোস্ট থেকে বাঁচতে 'স্নুজ'

ব্যবহারকারীর জন্য এবার ফেসবুক নিয়ে এলো বন্ধুদের অপছন্দের পোস্ট থেকে অব্যাহতির উপায়। যদি কোন এক প্রোফাইল থেকে যখন তখন আপডেট আসে বা কোন পেজ থেকেও যদি আসে, এবার চাইলেই মুক্তি পেতে পারবেন তা থেকে। ফেসবুক নিয়ে এসেছে ‘স্নুজ’ অপশন। 

কোন প্রোফাইল কিংবা পেজের নামের ডানদিকে লক্ষ করুন। দেখবেন তিনটি বিন্দুর বিন্যাস রয়েছে। সেখানে ক্লিক করুন। করলেই আসবে একাধিক অপশন। এবার সেই অপশনে নতুন একটি অপশন যুক্ত হয়েছে—‘স্নুজ’। সেখানে ক্লিক করলেই ইচ্ছেমতো ঘুম পাড়ানো যাবে। কতদিনের জন্য ঘুম পাড়াবেন? ২৪ ঘণ্টা। ১ সপ্তাহ। চাইলে ১ মাস। ওই প্রোফাইল বা পেজ থেকে একটাও আপডেট দেখতে হবে না। নির্দিষ্ট সময়ের পরে আবার আপডেট আসতে থাকবে। তবে, তখনও আবার নতুন করেই আপডেট করে দেওয়া যাবে।

আপাতত পরীক্ষামূলক ভাবে ফেসবুক শুরু করেছে এই ফিচার। আপনার ফেসবুক আপডেট করলেই পেয়ে যাবেন ফিচারটি। ভাবছেন, এর জন্য তো আগে থেকেই ছিল ‘আনফলো’ অপশন? হ্যাঁ, সেটি তো রইলই। সেখানে ক্লিক করে দিলে বরাবরের মতো সেই প্রোফাইল থেকে আপডেট পাওয়া বন্ধ হয়ে যাবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর