২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৫৫

হেডফোনেই যখন স্পিকার!

অনলাইন ডেস্ক

হেডফোনেই যখন স্পিকার!

সংগৃহীত ছবি

গান প্রেমীরা নিজেরা যেমন গান শুনতে পছন্দ করেন। তেমনি অন্যকে শোনাতেও ভালবাসেন। হেডফোন দিয়ে গান শুনলে অন্যের সঙ্গে তা উপভোগ করার কোনো সুযোগ থাকে না। তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ইউমি ক্যাট এয়ার হেডফোন। 

হেডফোনটিতে বিড়ালের কানের মতো দেখতে দুটি স্পিকার আছে। একারণেই এর নাম দেওয়া হয়েছে  ক্যাট এয়ার হেডফোন।

এটি তৈরি করেছেন চীনের বংশদ্ভূত শিল্পী ইউমি ওয়েনইং ইয়ান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। হেডফোনটিতে একটি অপসারণ যোগ্য মাইক ও চার্জিং পোর্ট রয়েছে। একবার চার্জ হয়ে গেলে টানা ৫ ঘণ্টা এতে গান শোনা যাবে।হেডফোনটির বিশেষত্ব হলো গান শোনার সময় এর স্পিকারের সাউন্ড ও আলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

ইকমার্স সাইট অ্যামাজনে হেডফোনটি ৭৬ ডলারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির রেটিং ৫ এর মধ্যে ৪।

বিডিপ্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর