১৭ অক্টোবর, ২০১৭ ১৩:৩২

ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় রিভ অ্যান্টিভাইরাস

অনলাইন ডেস্ক

ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় রিভ অ্যান্টিভাইরাস

সাম্প্রতিক সাইবার হামলাগুলোতেও দেখা গেছে ব্যক্তিগত অনুষঙ্গের বদলে প্রাতিষ্ঠানিক কম্পিউটার ও ডাটার প্রতিই হ্যাকারদের নজর থাকে বেশি। তাই, কর্পোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি আকারের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার ও ডাটার নিরাপত্তায় আকর্ষণীয় সমাধান নিয়ে এসেছে বাংলাদেশি বহুজাতিক সাইবার নিরাপত্তা পণ্য রিভ অ্যান্টিভাইরাস।

উইন্ডোজ এক্সপি, সেভেন, কিংবা টেন যাই হোক না কেন এবং দুর্বল কনফিগারেশনেও দারুণভাবে ইন্সটল হয়ে যাবে রিভ অ্যান্টিভাইরাস। বাংলাদেশ এবং উপমহাদেশের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি বলে রিভ অ্যান্টিভাইরাস পিসি স্লো না করেই দিচ্ছে সর্বোচ্চ ম্যালওয়ার অপসারণের নিশ্চয়তা।

রিভ অ্যান্টিভাইরাসের আকর্ষণীয় একটি ফিচার হলো অ্যাডভান্সড প্যারেন্টাল কন্ট্রোল। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কিংবা অন্য কোনো অ্যাডমিন অন্য সকল কম্পিউটারের অনালাইন ব্যবহার মনিটর এবং কন্ট্রোল করতে পারবেন। অনাকাঙ্খিত ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই অ্যাডমিনের মোবাইল অ্যাপে লাইভ নোটিফিকেশন চলে আসবে। অ্যাডমিন চাইলে যেকোনো লিংক পর্যবেক্ষণে রাখতে পারেন কিংবা ব্লকও করে দিতে পারেন। 

বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর