১৬ নভেম্বর, ২০১৭ ১৬:১৫

এবার ঘামের গন্ধে আনলক করা যাবে স্মার্টফোন!

অনলাইন ডেস্ক

এবার ঘামের গন্ধে আনলক করা যাবে স্মার্টফোন!

প্রতীকী ছবি

স্মার্টফোনে পাসওয়ার্ড বা প্যাটার্ন লক এখন অনেক পুরনো ব্যাপার হয়ে গেছে। আঙুলের ছাপ এবং ফেস রেকগনিশনও এখন আর নতুন কিছু নয়। তবে সবকিছুকে ছাপিয়ে যাবে নতুন এক প্রযুক্তি। কেননা এবার ফোন আনলক করা যাবে ঘামের গন্ধ দিয়েই।  শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আর সাত বছরের মধ্যেই এই নতুন প্রযুক্তি নিয়ে আসবে অ্যান্ড্রয়েড। 

অ্যালবেনি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জ্যান হালামেক এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। তিনি বলেছেন, "পাসওয়ার্ড বা প্যাটার্ন লক খুলে ফেলা যায় খুব সহজেই। ফেস রেকগনিশনে ফোনের মালিকের ছবি দিয়ে খুলে ফেলা যায়। আঙুলের ছাপ দিয়ে আনলক করা যায় যে সব ফোন, সেগুলো খুলে ফেলাও অসুবিধা নয় খুব একটা।" 

এরপরেই তিনি যোগ করেন, "তবে মানুষের ঘামে অ্যামাইনো অ্যাসিড থাকে। প্রতিটি মানু্ষের ঘামে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ আলাদা। নতুন ফোনে এমন একটি সেন্সর রাখা হবে, এক ফোঁটা ঘাম ফেলে দিলেই সেই ফোন তার আসল মালিককে।"

 

বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর