১৬ নভেম্বর, ২০১৭ ১৮:২৪

ডেটা বাঁচিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারের উপায়

অনলাইন ডেস্ক

ডেটা বাঁচিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারের উপায়

প্রযুক্তি নির্ভর এই যুগে ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুষ পাওয়া দায়। তবে এক্ষেত্রে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীরা সব সময় চিন্তায় থাকেন কখন যে ডেটা ফুরিয়ে যায়। অনেক সময় ব্যবহারকারীর অজান্তেই অনেক অ্যাপের স্বয়ংক্রিয় হালনাগাদ, অধিক ছবি ও ভিডিও যুক্ত ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারসহ নানা কারণে প্রচুর ডেটা ব্যয় হয়। ফলে দ্রুত ইন্টারনেট প্যাকেজ ফুরিয়ে যায়।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ছবি ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। এর হোম পেইজে থাকে অনেক ছবি ও ভিডিও। ফলে ডেটা ব্যয় হয় অনেক। তবে ভয়ের কিছু নেই, ছোট ডেটা প্যাকেজ ব্যবহার করেই ইনস্টাগ্রামে সক্রিয় থাকার উপায় আছে। 

- প্রথমে ইনস্টাগ্রামে লগইন করতে হবে।
- এরপর প্রোফাইল পেইজে উপরে থাকা সেটিংস অপশনে (তিনটি ডট আইকন) ক্লিক করতে হবে।-
- এরপর সেটিংস মেন্যু ক্রল করে ‘cellular date use’ অপশনটিতে ক্লিক করতে হবে। তখন নতুন একটি পেইজ চালু হবে। 
- সেখান থেকে ‘use less data’ অপশনটি অন করে দিতে হবে।

তাহলে ইনস্টাগ্রাম কম ডেটা ব্যয় করবে এবং বেঁচে যাবে মোবাইল ফোনের ডেটা। তবে এ ক্ষেত্রে ছবি বা ভিডিও লোড হতে একটু সময় বেশি লাগবে।

বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর