২০ নভেম্বর, ২০১৭ ০১:২৩

২০ বছরে অনেক বদলেছে পৃথিবী! (ভিডিও)

অনলাইন ডেস্ক

২০ বছরে অনেক বদলেছে পৃথিবী! (ভিডিও)

২০ বছরে অনেকটা বদলেছে পৃথিবী! সাম্প্রতিক এক গবেষণা শেষে মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা বিভিন্ন উপগ্রহের পাঠানো ছবির প্রামাণ্য তথ্য তুলে ধরেছেন। তাদের বক্তব্য ২০ বছর আগে পাঠানো ছবি প্রমাণ করছে, পৃথিবীর জলবায়ুতে ঠিক কি ধরণের পরিবর্তন এসেছে।

মহাকাশ থেকে ২০ বছর ধরে পৃথিবীর এই পরিবর্তনের মুহুর্তগুলো তুলে রেখেছে উপগ্রহগুলো। সেই ছবিগুলোই সাধারণ মানুষের সামনে নিয়ে আসা হয়েছে। ১৯৯৭ সাল থেকে ছবিগুলো সংগ্রহ করা হয়েছে। মূলত, সমুদ্র পৃষ্ঠের বৈচিত্র্য, ভূপৃষ্ঠের ও উদ্ভিদের পরিবর্তন নজরে এসেছে ছবিতে।  সমুদ্রের নীচে ফাইটোপ্লাঙ্কটন শ্রেণির উদ্ভিদের বংশবৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের রং-এর পরিবর্তন ছবিতে স্পষ্ট। ধরা পড়েছে দেশ অনুযায়ী ভূপৃষ্ঠে শষ্য উৎপাদনের পার্থক্য। বিজ্ঞানীদের মতে পৃথিবী প্রেমীদের কাছে এই দৃশ্য রীতিমতো লোভনীয়।

আন্টার্কটিকার বরফের চাঁই-এর চলনও ধরা পড়েছে আড়াই মিনিটের এই ছবিতে। বরফের গলনের পরিমাণ যে বেড়েছে, তাও স্পষ্ট। ছবিগুলো বর্তমানে মৎস্যজীবী, প্রাণীবিজ্ঞানী ও উদ্ভিদ বিজ্ঞানীদের কাজে সহায়তা করবে বলে মত নাসার।

বিডি প্রতিদিন/মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর