২০ নভেম্বর, ২০১৭ ০৯:২০

ওষুধ খেতে ভুলে যাওয়া সমস্যার সমাধান করবে মোবাইল অ্যাপ

অনলাইন ডেস্ক

ওষুধ খেতে ভুলে যাওয়া সমস্যার সমাধান করবে মোবাইল অ্যাপ

প্রতীকী ছবি

কিশোর-কিশোরী হোক বা বৃদ্ধ-বৃদ্ধা, সব বয়সের মানুষই অধিকাংশ সময় সঠিক সময়ে ওষুধ খেতে ভুলে যান। এই ভুলে যাওয়ার সমস্যার সমাধান করে দেবে একটি নতুন মোবাইল অ্যাপ। ‘দাওয়াই দোস্ত’ নামে এই অ্যাপটি তৈরি করেছে হংকং এর কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র কুঞ্জরু।

এই অ্যাপটি শুধুই অ্যালার্ম বাজাবে না, ভয়েস নোটিফিকেশন পাঠাবে ওষুধ খাওয়ার সময় হলেই। অর্থাৎ মোবাইল থেকে কেউ একজন বলে উঠবে, ‘‘এবার ওষুধ খাওয়ার সময় হল।’’ শুধু তাই নয়, কোন ওষুধ খেতে হবে তাও বলে দেবে ভয়েস নোটিফিকেশন। 

অ্যাপটি ব্যবহারের জন্য ব্যবহারকারীকে শুধু অ্যাপের মধ্যে ওষুধের ছবি তুলে বা নাম লিখে, নির্দিষ্ট সময় দিয়ে রাখলেই চলবে। টেক্সট মেজেস করেও অ্যাপটি আপনাকে সময় জানান দিতে পারবে। ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখও আগাম জানাতে পারে অ্যাপটি। অ্যাপের মধ্যে টিউটরিয়ালও রয়েছে। ফলে পুরোটা বুঝে নিতে কোনও অসুবিধা হবে না। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে অ্যাপটি।  
 


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর