শিরোনাম
৬ ডিসেম্বর, ২০১৭ ০৫:৩৭

ভুয়া অ্যাকাউন্ট রুখতে ফেসবুকের নতুন পদক্ষেপ গ্রহণ

অনলাইন ডেস্ক

ভুয়া অ্যাকাউন্ট রুখতে ফেসবুকের নতুন পদক্ষেপ গ্রহণ

ফাইল ছবি

ভুয়া অ্যাকাউন্ট রুখতে নতুন সিকিউরিটি টেস্ট শুরু করে দিল ফেসবুক। এবার ফেকবুকে অ্যাকাউন্ট রাখতে হলে নিজের মুখের পরিষ্কার ছবি দিতে হবে।

কোনও ফেকবুক অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু দেখতে পেলে ফেসবুক সংস্থার নিরাপত্তা বিভাগ ইউজারদের বলছে, তাদের পরিচয়ের প্রমাণ দিতে। তখন ইউজারকে নিজের মুখের পরিষ্কার একটি ছবি সাইটে আপলোড করতে হবে। 

ফেসবুক সংস্থার পক্ষ থেকে জানানা হয়েছে, কোনও ইউজার ফোটো আপলোড করার পর ফেসবুক তা পরীক্ষা করে দেখবে। ফোটো টেস্ট অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে তা করা হবে। এই পদ্ধতিতেই ফেসবুক সেই ইউজার প্রোফাইল অথেন্টিক কিনা তা জেনে নেবে। 

ফোটো টেস্ট অথেন্টিকেশন সম্পর্কে জানা গেছে, ছবি পরীক্ষা করার পর তা পুরোপুরি ভাবে সার্ভার থেকে মুছে ফেলা হবে। তবে এই পদ্ধতি সবার ক্ষেত্রেই প্রয়োগ করা হবে, নাকি ‘সন্দেহজনক’ ইউজারদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে, তা এখনও জানা যায়নি।

আসল অ্যাকাউন্ট হোল্ডারদের চিহ্নিত করতে এই ফোটো টেস্ট অথেন্টিকেশন ছাড়াও আরও বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা বা পদ্ধতি আনতে চলেছে ফেসবুক।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর