৮ ডিসেম্বর, ২০১৭ ১৩:২৯

'প্রযুক্তিকে আমাদের ব্যবহার করতে দেয়া যাবে না'

অনলাইন ডেস্ক

'প্রযুক্তিকে আমাদের ব্যবহার করতে দেয়া যাবে না'

ছবি- ডিজিটাল ওয়ার্ল্ড

বিজ্ঞানী ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সময় নষ্ট করছে। এসব শিক্ষার্থীদের সময় আটকে রাখছে। প্রযুক্তি ব্যবহার করতে হবে কিন্তু প্রযুক্তিকে আমাদের ব্যবহার করতে দেয়া যাবে না।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর তৃতীয় দিনে অনুষ্ঠিত চিলড্রেন’স ডিজিটাল ওয়ার্ল্ড শীর্ষক সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এতে বই পড়ার ওপর গুরুত্বারোপ করেন ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, বাবা-মাকে খুশি রেখে বই পড়তে হবে। লুকিয়ে হলেও বই পড়তে হবে। মা-বাবা যদি বই পড়তে না দেন তাহলে রাতে টর্চ লাইট জ্বালিয়ে বা বাথরুমে গিয়েও বই পড়তে হবে। পাশাপাশি কোডিংয়ের কাজ করা যেতে পারে। বাবা-মা চান ভালো রেজাল্ট এর। এইটা কোনো ব্যাপার না। একটু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা সম্ভব। 

 বিডি প্রতিদিন/৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর