৮ ডিসেম্বর, ২০১৭ ১৬:০২

ডিজিটাল ফেয়ারে 'টিকটক'

অনলাইন প্রতিবেদক

ডিজিটাল ফেয়ারে 'টিকটক'

এক ক্লিকেই ঘরে বসেই পছন্দের পণ্য হাতে পাচ্ছেন ক্রেতারা। তাই দিন দিন ভরসার প্রতীক হয়ে উঠেছে অনলাইন মার্কেটিং। ক্রেতাদের বিশ্বস্ততা অর্জন করায় অনলাইন মার্কেট প্লেসগুলোর পরিধিও বিস্তৃত হচ্ছে।

এ ধারাবাহিকতায় 'টিকটকের' পথচলা। এ বছর আয়োজিত ডিজিটাল ফেয়ার 'ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭'তেও অংশ নিয়েছে টিকটক। স্টলে ক্রেতাদেরও আশানুরূপ সাড়া পাচ্ছে তারা। অর্ডার দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ডেলিভারি দেয় 'টিকটক'। বিজয়ের মাস উপলক্ষ্যে ১৬ টাকায় ১৬টি পণ্য ডেলিভারি অর্থাৎ ১ টাকায় ১টি পণ্য ডেলিভারি পাচ্ছেন গ্রাহকরা।

টিকটকের কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে, প্রযুক্তিনির্ভর এই ডেলিভারি প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট , গাজীপুর , সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জে নিজস্ব তত্ত্বাবধানে সার্ভিস প্রদান করছে। 

টিকটকের' চেয়ারম্যান নাবিলা আক্তার ও ম্যানেজিং ডিরেক্টর ইসমাইল হোসেন জানান, মেলায় তারা বেশ সাড়া পাচ্ছেন। ক্রেতারা মেলায় টিকটকের স্টলে এসে তাদের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। ক্রেতাদের প্রতি তারা কৃতজ্ঞ প্রকাশ করেছেন।

এরই ধারবাহিকতায় ক্রেতাদের কথা মাথায় রেখে টিকটকের সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিষ্ঠানটির সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.tiktok.com.bd  এই ঠিকানায়।

বিডি প্রতিদিন/৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর