১০ ডিসেম্বর, ২০১৭ ১৫:৩৪

পোশাক তৈরির সুতা থেকে ব্যাক্টেরিয়া চালিত ব্যাটারি!

অনলাইন ডেস্ক

পোশাক তৈরির সুতা থেকে ব্যাক্টেরিয়া চালিত ব্যাটারি!

সংগৃহীত ছবি

এবার পোশাক তৈরির সুতা দিয়ে ব্যাক্টেরিয়া চালিত ব্যাটারি তৈরি করেছেন বার্মিংহাম ইউনিভার্সিটি ও স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের গবেষকরা। সেই ব্যাটারি শুধু যেমন খুশি মাপে কাটাই যাবে না, ভাঁজ করা যাবে যে কোন ভাবে।

এর আগে কাগজ দিয়ে ব্যাক্টেরিয়াচালিত ব্যাটারি তৈরি করেছিলেন গবেষকরা। সেই ব্যাটারি যে কোনো মাপে কাটা গেলেও কাগজের পাতলা না থাকায় ভাঁজ করা বা টেনে লম্বা করা যেত না। নতুন এই ব্যাটারি সুতা দিয়ে তৈরি হওয়ায় যেমন খুশি টানাটানি করা যাবে।

বার্মিংহাম ইউনিরভার্সিটির ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার সায়েন্সের সহকারী অধ্যাপক সেওখেউন চই জানিয়েছেন, কাগজের ব্যাটারির সমান বিদ্যুৎ তৈরি করতে পারে তন্তু দিয়ে তৈরি এই ব্যাটারি। টেনে লম্বা করলে বা ভাঁজ করলেও নিরবচ্ছিন্ন বিদ্যুত্প্রবাহ বজায় থাকে এতে। ভবিষ্যতে ওয়্যারেবল ইলেক্ট্রনিক্সে ব্যবহার করা হতে পারে এই ব্যাটারি।

বিশেষ করে মানবশরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় তথ্য জানার জন্য ব্যবহার করা যেতে পারে এই ব্যাটারি। আর পচনশীল বস্তু না হওয়ায় পরিবেশ ক্ষতির সম্ভবনা নেই এতে।


বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর