১২ ডিসেম্বর, ২০১৭ ১০:২৫

এলিয়েনদের বিষয়ে নাসার 'বড় আকারের' ঘোষণা আসছে বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক


এলিয়েনদের বিষয়ে নাসার 'বড় আকারের' ঘোষণা আসছে বৃহস্পতিবার

এলিয়েনদের খোঁজে অনেক আগেই আঁটঘাঁট বেঁধে নেমেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খোঁজার বিষয়ে নাসা এই পর্যন্ত যেসব কাজ করেছে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। আগামী বৃহস্পতিবার আসছে নাসার এ সংক্রান্ত ঘোষণা।খবর ডেইলি মেইলের।

ওই ঘোষণার বিষয়ে এখনো তেমন কিছুই জানা যায়নি। টেলিকনফারেন্সের মাধ্যমে ঘোষণাটি দেয়া হবে। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার সঙ্গে কাজ করে কেপলার টেলিস্কোপ। এটি মহাকাশে গ্রহ খোঁজার বিষয়ে কাজ করে। কেপলারের টেলিস্কোপে ধরা পড়া গ্রহের মধ্যে পৃথিবীর মতো আর কোনো বাসযোগ্য স্থান আছে কী না- সে বিষয়ে পর্যবেক্ষণ করেছে নাসা।

কেপলার ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত হাজারো 'এক্সোপ্ল্যানেট' চিহ্নিত করেছে যার মধ্যে ২১টির আকৃতি পৃথিবীর প্রায় সমান।  এসব গ্রহগুলো তাদের নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এ টেলিস্কোপে ধরা পড়া সাম্প্রতিক গ্রহগুলোর বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ জানাবে নাসা। 

বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর