১৫ ডিসেম্বর, ২০১৭ ০২:৪২

মিলে যেতে পারে মহাকাশ ভ্রমণের সুযোগ!

অনলাইন ডেস্ক

মিলে যেতে পারে মহাকাশ ভ্রমণের সুযোগ!

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে গত মঙ্গলবার নিউ শেফার্ড লঞ্চারের সাহায্যে 'ক্রিউ ক্যাপসুল ২' এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই নিয়ে সপ্তমবার মহাকাশে গেল নিউ শেফার্ড। 

ক্রিউ ক্যাপসুল ২-এর সফল উৎক্ষেপণের ফলে আশা করা হচ্ছে মহাকাশে যাওয়ার খরচ এখন অনেকটাই কমে যাবে। আরও অনেক বেশি মানুষ মহাকাশ ভ্রমণ করতে পারবেন। আগামী বছরই হয়ত মিলে যাবে মহাকাশ ভ্রমণের সুযোগ। 

জানা গেছে, ক্রিউ ক্যাপসুলে থাকছে জানালা। যা দিয়ে দেখা যাবে বাইরের সবকিছু। ‌ছয়‌টি সিট চামড়ায় ঢাকা থাকবে। সামনে থাকবে টিভি স্ক্রিন। বাইরের সবকিছু ফুটে উঠবে সেখানে। অ্যামাজন এবং ব্লু অরিজিনের স্রস্টা জেফ বেজশ এই মহাকাশ ভ্রমণের জন্য এগিয়ে এসেছেন। 

ব্লু অরিজিনের পক্ষে সিইও বব স্মিথ বলেছেন, মহাকাশ ভ্রমণের আগে ধাপে ধাপে সব প্রস্তুতি সেরে ফেলা হবে। ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে ক্যাপসুলে করে যাত্রীদের পাঠানো হবে। সেখানে কয়েক মিনিট নিজেকে ভারহীন অনুভব করবেন যাত্রীরা। এখনও যাত্রীভাড়া ঠিক হয়নি। ব্লু অরিজিন ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে এই প্রকল্পে। 


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর