২১ জানুয়ারি, ২০১৮ ০৬:৩১

প্রমোদতরী কিনেছেন জাকারবার্গ!

অনলাইন ডেস্ক

প্রমোদতরী কিনেছেন জাকারবার্গ!

সংগৃহীত ছবি

মার্ক জাকারবার্গ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা এ মার্কিনী। ২০১৭ সারে ফোবস ম্যাগাজিনের তথ্য মতে বিশ্বের শীর্ষ ৪০০ ধনী ব্যক্তির মধ্যে তার অবস্থান ছিল চারে। ৭১ বিলিয়ন ডলার সম্পদের মালিক জাকারবার্গ।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ নাকি একটি প্রমোদতরী কিনেছেন।

হারিয়েট ডেইলি নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়, ১৫ কোটি মার্কিন ডলারে মোনাকো-তে একটি বিলাসবহুল ইয়ট বা প্রমোদতরী কিনেছেন জাকারবার্গ। আগের বছর সেপ্টেম্বরে গোপনে এই ইয়টটি কেনেন তিনি।

অবশ্য প্রতিবেদনের এমন তথ্য মিথ্যা দাবি করেছেন ফেইসবুক প্রধানের মুখপাত্র। তিনি বলেন, “মার্ক ইয়ট কিনেছেন এমন প্রতিবেদন সঠিক নয় কারণ তিনি কোনো ইয়ট কেনেননি।”

হারিয়েট ডেইলি’র প্রতিবেদনে বলা হয় জাকারবার্গ যে বিলাসবহুল ইয়টটি কিনেছেন তার নাম ‘ইউলাইসেস’। ১০৭ মিটার দৈর্ঘ্যের এই ইয়টে কয়েক ডজন কামরা রয়েছে। ৮৫০০ নটিক্যাল মাইল যাত্রা করতে পারবে এটি। আগের বছর সেপ্টেম্বরে গ্র্যাম হার্ট নামের এক ধনকুবেরর কাছ থেকে ইয়টটি কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিডিপ্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর