শিরোনাম
২২ জানুয়ারি, ২০১৮ ১০:০৫

সাগরে জাহাজের অবস্থান জানাবে ‘স্টিল টেস্টিং’ রকেট

অনলাইন ডেস্ক

সাগরে জাহাজের অবস্থান জানাবে ‘স্টিল টেস্টিং’ রকেট

নিউজিল্যান্ড থেকে রবিবার সফলভাবে উৎক্ষেপণ করা হল ‘স্টিল টেস্টিং’ রকেট। এরোস্পেস কোম্পানির রকেট ল্যাবের পক্ষ থেকে বিষয়টি সরকারিভাবে জানানো হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সফলভাবে তার কক্ষপথে পৌঁছে গেছে। নিউজিল্যান্ডের মাহিয়া থেকে এটি উৎক্ষেপণ করা হয়। যেটি উত্তর আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে এটি উৎক্ষেপণ হয়েছে। নির্ধারিত সময়ের থেকে মাত্র আট মিনিট পরে এটি কক্ষপথে পৌঁছেছে।

জানা গেছে, কার্বন ফাইবার ‘স্টিল টেস্টিং’ রকেটটি ১৭ মিটার লম্বা। এই রকেটটির সঙ্গেই রয়েছে তিনটি স্যাটেলাইট।

আমেরিকার প্ল্যানেট ল্যাব নামে একটি সংস্থার জন্য পৃথিবীর ছবি সংগ্রহ করবে এই স্যাটেলাইটটি। এছাড়া একটি আবহাওয়ার আপডেট সংগ্রহের জন্য। আর জাহাজের অবস্থান ট্র্যাক করতে ব্যবহার করা হচ্ছে তৃতীয় স্যাটেলাইটটি। যেটি স্পায়ার গ্লোবাল সংস্থার জন্য কাজ করবে।

বিডি প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর