২৪ জানুয়ারি, ২০১৮ ০২:০৯

সেই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হচ্ছে না, জানাল নাসা

অনলাইন ডেস্ক

সেই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হচ্ছে না, জানাল নাসা

প্রতীকী ছবি

এখনই ধ্বংস হচ্ছে না পৃথিবী। জানিয়ে দিল নাসা। আগামী ৪ ফেব্রুয়ারি এক বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বলে জানিয়েছিল নাসা। 

কিছুদিন আগেই নাসার তরফ থেকে জানানো হয়েছিল '২০০২-এযে-১২৯' নামের একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। এই গ্রহাণুটি ১ লক্ষ ৭ হাজার ৮২৬ কিলোমিটার প্রতি ঘন্টায় পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। সেই কারণেই 

কিন্তু ফের নাসাই স্পষ্ট জানিয়ে দিল, আগামী ৪ ফেব্রুয়ারি ধ্বংস হচ্ছে না পৃথিবী। ৪ ফেব্রুয়ারি পৃথিবীর ‘ডুমস ডে’ এর দিন ধ্বংস হচ্ছে না পৃথিবী। কারণ এদিন পৃথিবী থেকে সেই গ্রহাণুটি প্রায় ৪০ লক্ষ ২০কিলোমিটার দূর দিয়ে যাবে। 

অর্থাৎ যা পৃথিবী এবং চাঁদের মধ্যেকার দূরত্বের থেরে প্রায় ১০গুণ৷ তাই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার কোনও সম্ভাবনাই নেই৷


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর