১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৯:৩৪

এক বর্ণেই নাজেহাল আইফোন!

অনলাইন ডেস্ক

এক বর্ণেই নাজেহাল আইফোন!

সংগৃহীত ছবি

প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় টেক জায়ান্ট অ্যাপল। তাদের উদ্ভাবিত সেরা পণ্যগুলোর মধ্যে একটি আইফোন। কিন্তু সম্প্রতি একের পর এক কারিগরি সমস্যায় জর্জড়িত হচ্ছে কোম্পানিটি।  

এবার বড় আকারের বার্তার পাশাপাশি এক বর্ণের বার্তায়ও কারিগরি সমস্যা দেখা দিচ্ছে আইফোনে। অনেক সময় রিস্টার্ট বা পুরোপুরি অকার্যকর হয়ে যায়। আইওএস ১১.২.৫ সংস্করণে থাকা কারিগরি ত্রুটির কারণেই এমনটি ঘটছে। 

ইতালির ব্লগ ‘মোবাইল ওয়ার্ল্ড’ প্রথম এই ত্রুটির সন্ধান পায়। ব্লগটির তথ্য মতে, বিশেষ চিহ্নযুক্ত এক অক্ষরের বার্তাটি খুললেই আইফোনে চালু থাকা মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়। অনেক সময় আইফোনের লগইন স্ক্রিন আবার চালু হয় এবং পাসওয়ার্ড দিতে হয়। গত মাসেও প্রায় একই ধরনের কারিগরি ত্রুটির কবলে পড়েছিল আইফোন ব্যবহারকারীরা। ত্রুটির কারণে বিশেষ ধরনের কোডিংযুক্ত লিংক ও বার্তা খুললেই আইফোন বারবার রিস্টার্ট ও অকার্যকরও হয়ে যায়।

বিডিপ্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর