১৫ মার্চ, ২০১৮ ০৩:১৮

দুর্যোগকালে মানুষের অবস্থা নির্ণয় করবে ড্রোন

অনলাইন ডেস্ক

দুর্যোগকালে মানুষের অবস্থা নির্ণয় করবে ড্রোন

ফাইল ছবি

দূর থেকে মানুষের শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন মাপতে সক্ষম একটি ড্রোন আবিস্কার করেছেন ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া’র একদল গবেষক। আর এই গবেষণা টিমের নেতৃত্ব দেন জাভান চাল।

এই ড্রোন সম্পর্কে তিনি বলেন, একটি দুর্যোগ মুহূর্তে আপনাকে মূলত গুরুত্ব দিতে হবে কে বেঁচে আছে, কে মারা গেছে এবং কে মারা যাচ্ছে এই বিষয়গুলোর ওপর। এ সকল সংকট পরিস্থিতে এই ড্রোনটি ম্যাপিংয়ের মাধ্যমে মানুষের সাধারণ অবস্থা নির্ণয় করতে পারবে।

এ ব্যাপারে চাল আরও বলেন, এই একই সফটওয়্যার মুখ শনাক্ত করতে পারে, হৃদস্পন্দন মাপতে পারে এবং প্রতিদিন এক লাখ মানুষের জন্য এটি করা যেতে পারে। মানবিক সংকটের সময় এটি ব্যবহারের লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

চাল আরও জানান, ক্যামেরা ব্যবহার করে লক্ষ্য করা ব্যক্তির মাথা পর্যবেক্ষণ করে প্রতিটি বিটের জন্য এক মিলিমিটারের স্পন্দন দেখাতে পারে ড্রোনটি। তার মতে, ৬০ মিটার দূর থেকে মানুষের হৃদস্পন্দন মাপতে সক্ষম এই ড্রোনটি মানবিক সংকটের সময়ও সহায়তা করবে। 

এছাড়া গোয়েন্দাগিরি এবং অস্ত্রের মতো ঝুঁকিপূর্ণ কাজেও ড্রোনটি ব্যবহার করা যেতে পারে বলে জানান তিনি। 

সূত্র:আইএএনএস

বিডি প্রতিদিন/১৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর