১৭ মার্চ, ২০১৮ ০৮:৩৫

ছুটে আসা গ্রহাণুকে কোনোভাবেই থামানো যাচ্ছে না: নাসা

অনলাইন ডেস্ক

ছুটে আসা গ্রহাণুকে কোনোভাবেই থামানো যাচ্ছে না: নাসা

ফাইল ছবি

মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ জানিয়েছে, ছুটে আসা গ্রহাণুকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। এ নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নাসার বিজ্ঞানীরা সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, পৃথিবীর দিকে ছুটে আসছে ‘এম্পায়ার স্টেট বিল্ডিং-এর সমান একটা গ্রহাণু। যার এনার্জি ১২০০ মেগাটন আর যেটি হিরোশিমা বম্বের তুলনায় ৮০,০০০ গুন বেশি ক্ষতি করতে সক্ষম।

জানা গেছে, ২১৩৫ সালে সেই গ্রহাণু আছড়ে পড়বে। যদিও এই গ্রহাণুকে পরমাণু বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে নাসা। আর সেইজন্য ‘হ্যামার’ নামে স্পেসক্রাফট তৈরি করছে মহাকাশ গবেষণা সংস্থা। পাশাপাশি, পৃথিবীর দিকে কোনো গ্রহাণু ছুটে এলে যাতে তাকে ঠেকানো যায়, তার জন্য স্পেসক্রাফট তৈরি করছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, সময় পার হয়ে গেলে বিস্ফোরণ ঘটানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। পরমাণু বিস্ফোরণেই থামিয়ে দেওয়া হবে গ্রহাণুকে। এই বিশেষ পদ্ধতিকে বলা হচ্ছ, ‘হ্যামার’ বা ‘হাইপার ভেলোসিটি অ্যাস্টারয়েড মিটিগেশন মিশন ফর এমার্জেন্সি রেসপন্স’। ৮.৮ টনের এই ‘হ্যামার’ এয়ারক্রাফট সরাসরি ওই গ্রহাণুতে ধাক্কা মেরে উড়িয়ে দেবে পরমাণু বিস্ফোরণে। 

বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর