১৭ মার্চ, ২০১৮ ১৬:১৯

এক আইফোনের দাম ৪ লাখ টাকা

অনলাইন ডেস্ক

এক আইফোনের দাম ৪ লাখ টাকা

সংগৃহীত ছবি

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সর্বশেষ আইফোন সংস্করণ 'আইফোন-এক্স'। নিজেদের দশ বছর পূর্তি উপলক্ষে গত নভেম্বরে এটি বাজারে ছাড়া হয়। এবার বিলাসী ক্রেতাদের কথা মাথায় রেখে রাশিয়ার কোম্পানি ক্যাভিয়ার এনেছে স্বর্ণে মোড়ানো আইফোন ১০।

এ আইফোনের বাজার মূল্য ধরা হয়েছে চার হাজার ৫১০ ডলার। বাংলাদেশি টাকায় যার অর্থ মূল্য দাঁড়ায় ৩ লাখ ৭৪ হাজার টাকা। আর যারা এর চেয়েও বেশি দামের ফোন কিনতে চান তাদের জন্য রয়েছে চার হাজার ৮১০ ডলারের লিকুইড গোল্ড ফিনিশের সংস্করণ। বাংলাদেশি টাকায় যার অর্থ মূল্য দাঁড়ায় ৪ লাখ ১১৩ টাকা। শুধু স্বর্ণে মোড়ানো ছাড়া ফোনে আর কোনও পরিবর্তন আনা হয়নি। ফোনটি আর দশটা সাধারণ আইফোন ১০ এর সব ফিচার থাকবে।

কোনও রঙ নয়, ফোনগুলোতে দেয়া হয়েছে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ। ব্যবহারে তার জৌলুস কমে যাওয়ার আশঙ্কা নেই। ফোনটি কেনা যাবে ক্যাভিয়ারের ওয়েবসাইটে, তবে রাশিয়া থেকে বাংলাদেশে আনার উপায় আছে কিনা জানা যায়নি।

বিডিপ্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর