২১ মার্চ, ২০১৮ ১১:০৯

'পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু'

অনলাইন ডেস্ক

'পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু'

পৃথিবীর দিকে গ্রহাণু ধেয়ে আসছে বলে জানিয়েছে নাসা। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২১৩৫ সালের ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পৃথিবীকে ধাক্কা দিতে পারে গ্রহাণুটি। যাতে বড়সড় ক্ষয়-ক্ষতির আশঙ্কা রয়েছে।

নাসা অবশ্য ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। যদিও নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটির পৃথিবীকে ধাক্কা মারার সম্ভাবনা বেশ কম। নাসার কথায়, গ্রহাণুটির নাম বেণু। যা খুব ধীরে পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে। 

তবে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ গ্রহাণুটি এতটাই ধীরে এগোচ্ছে। 

নাসার বিজ্ঞানীদের মতে, গ্রহাণুটির দিক বদলের সম্ভাবনাও রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনাই বেশি।-আজকাল

বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর