শিরোনাম
২৪ মার্চ, ২০১৮ ১৩:২৫

তথ্য চুরি বিতর্ক, যেভাবে বদলাবেন ফেসবুকের 'সেটিংস'

নিজস্ব প্রতিবেদক

তথ্য চুরি বিতর্ক, যেভাবে বদলাবেন ফেসবুকের 'সেটিংস'

ফাইল ছবি

কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কে নিজেদের তথ্যের নিরাপত্তা নিয়ে ঘোর অনিশ্চয়তার মুখে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারী। ধোঁয়াশা কাটাতে সম্প্রতি ফেসবুকের তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীদের তথ্য নিরাপদে রাখাতে অনেক নতুন ফিচার আনছে তারা। 

এবার ব্যবহারকারীরাও নিজেদের ফেসবুকের সেটিংসে এমন কিছু পরিবর্তন করতে পারেন, যাতে তথ্য সুরক্ষিত থাকবে। যদিও হ্যাকারদের দৌরাত্ম্যে সুরক্ষিত থাকার উপায় নেই। তবুও, ফেসবুক সেটিংসে কোন পরিবর্তন করলে তথ্য সুরক্ষিত থাকবে তা জেনে রাখা দরকার। জেনে নিন অ্যাকাউন্ট সুরক্ষিত করতে কী কী করবেন-

১) প্রথমে ফেসবুকে লগ ইন করুন।

২) এবার অ্যাপ সেটিংস অপশন বেছে নিন।

৩) এবার অ্যাপস, ওয়েবসাইট অ্যান্ড প্লাগইনস অপশন থেকে এডিট অপশনে ক্লিক করুন।

৪) সেখানে ‘Apps other use’ অপশন থেকে এডিট বাটনে ক্লিক করুন।

৫) এবার সেখান থেকে আপনি যে যে অ্যাপ আপনার তথ্য জানুক, এটা চান না, সেই অ্যাপগুলিকে আনচেক করে দিতে পারেন।


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর