১৯ এপ্রিল, ২০১৮ ০৪:৪০

যৌন হেনস্থা রুখবে এই যন্ত্র (ভিডিও)

অনলাইন ডেস্ক

যৌন হেনস্থা রুখবে এই যন্ত্র (ভিডিও)

দিন যত যাচ্ছে বিশ্ব জুড়ে যৌন হেনস্থা ততই বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে স্থানীয় বা আন্তর্জাতিক সংগঠনগুলো। তারপরও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না। আর তারই জের ধরে এবার যৌন হেনস্থা রুখতে অভিনব এক কৌশল আবিষ্কার করেছে চীন।

জানা গেছে, একটি চীনা সংস্থা 'অ্যান্টি পারভার্ট ফ্লেম থ্রোয়ার' নামক এক যন্ত্র আবিষ্কার করেছে যার মাধ্যমে ধর্ষণ বা শ্লীলতাহানি করতে আসা ব্যক্তির অঙ্গে আগুনের ছ্যাঁকা দেওয়া যাবে। একটি সুইচে চাপ দিলেই যন্ত্রটি থেকে তীব্র আগুনের শিখা নির্গত হবে এবং সরাসরি পুড়িয়ে দেবে আক্রমণকারীর অঙ্গ। সর্বোচ্চ ৫০ সেমি দূরে থাকা লক্ষ্যবস্তুকে ছ্যাঁকা দিতে সক্ষম এই ফ্রেম থ্রোয়ার যার উষ্ণতা হবে ১৮০০ ডিগ্রি সেলসিয়াম।

এ ব্যাপারে যন্ত্রটির প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই রকমভাবে আগুনের শিখা ব্যবহার করলে অপরাধীর মনে চিরস্থায়ী ভয় তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন কুকাজ আবার করতে গেলে তাকে ভাবতে হবে। এছাড়া এই ফ্লেমে কারো মৃত্যুর কোনো সম্ভাবনা থাকবে না বলেও জানানো হয়েছে। 

কিন্তু চীনা পুলিশ জানিয়েছে, এমন যন্ত্রের ব্যবহার একেবারেই বেআইনি।

তবে এরই মধ্যে যন্ত্রটি বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

 

বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর