২২ এপ্রিল, ২০১৮ ১০:৫২

পানি থেকে আর্সেনিকের বিষ শুষে নেবে শ্যাওলা

অনলাইন ডেস্ক

পানি থেকে আর্সেনিকের বিষ শুষে নেবে শ্যাওলা

ফাইল ছবি

আজ থেকে প্রায় ১৫ বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল যে, ভূগর্ভস্থ জলে আর্সেনিকের পরিমাণ প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রামের উপর হলেই বিপদ আসন্ন। সেখানে কোনও কোনও জায়গায় তা ৫০ মাইক্রোগ্রামের উপরেও রয়েছে। 

এমন পরিস্থিতিতে একটা গবেষণা খুলে দিচ্ছে নতুন পথ। নতুন করে চেনাচ্ছে বাঁচার ঠিকানা। সামান্য জলজ মস কাটিয়ে দেবে এই আর্সেনিক বিষ। শুদ্ধ করবে পানি। সম্প্রতি একটি পরিবেশ বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে এই খবর। 

সুইডেনের একটি অঞ্চলে এই মস ব্যবহার করে তারা ফলও পেয়েছেন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এছাড়াও আর্সেনিকের কবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খাদ্যশৃঙ্খলও। এই মসের ব্যবহারে হয়তো রক্ষা পাবে সেই শৃঙ্খল। 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর