২৬ এপ্রিল, ২০১৮ ০৫:৩২

মাধ্যাকর্ষণ শক্তিতেই 'বন্দী' ভিনগ্রহীরা

অনলাইন ডেস্ক

মাধ্যাকর্ষণ শক্তিতেই 'বন্দী' ভিনগ্রহীরা

ভিনগ্রহের প্রাণীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে আলোচনা আর গবেষণা। এ ব্যাপারে স্টিফেন হকিংয়ের দৃঢ় বিশ্বাস ছিল, ভিনগ্রহীরা আছে। আসরা যেমন ওদের খুঁজছি, ওরাও তেমন আমাদের খুঁজছে। হকিংয়ের গবেষণালব্ধ দাবিই আরও জোরাল করল জার্মানির সেন্নেবার্গ অবজারভেটরি'র বিজ্ঞানীরা।

তারা জানাচ্ছেন, ভিনগ্রহীরা যে গ্রহে বাস করছে, সেই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির এতই তীব্র যে সেই শক্তিতেই বন্দি হয়ে রয়েছে তারা। সেই সুপার-আর্থ আমাদের পৃথিবীর চেয়ে ১০ গুণ বড়।

এ ব্যাপারে গবেষক দলের প্রধান মাইকেল হিপকের কথায়, 'পৃথিবীর চেয়ে অনেক বড় আকারের পাথর ও তীব্র মাধ্যাকর্ষণ ওই বিশ্বে।'

বিজ্ঞানীরা আরও বলছেন, ওই সুপার-আর্থে একটি মহাকাশযান নামানো প্রায় অসম্ভব। কারণ, মাধ্যাকর্ষণ শক্তি সেখানে এতটাই বেশি। আর যদি মহাকাশযান নামানোও হয়, সে ক্ষেত্রে তীব্র মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে ৪ লক্ষ মেট্রিকটনের রকেট লাগবে। কারণ প্রচুর জ্বালানি প্রয়োজন। 

বিডি প্রতিদিন/২৬এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর