২৮ মে, ২০১৮ ০৪:৫০

অ্যাপ স্টোর থেকে উধাও অ্যাপলের স্টিম লিঙ্ক

অনলাইন ডেস্ক

অ্যাপ স্টোর থেকে উধাও অ্যাপলের স্টিম লিঙ্ক

সংগৃহীত ছবি

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তার অ্যাপ স্টোর থেকে স্টিম লিঙ্ক অ্যাপটি সরিয়ে নিয়েছে। ধারণা করা হচ্ছে স্টিম লিংকের মাধ্যমে গেইম কেনার সুবিধা থাকায় অ্যাপটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। 

সাধারণত অ্যাপ স্টোরে থাকা অ্যাপগুলোর যদি নিজস্ব মার্কেট থাকে তাহলে সেগুলো সরিয়ে নেয় অ্যাপল। 

স্টিম লিঙ্ক অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পিসির গেইমগুলো ওয়াইফাই ব্যবহার করে ফোনেই খেলতে পারবেন। আজকের ৫ গিগাহার্জ ওয়াইফাই নেটওয়ার্কের গতি আর লেটেন্সি এতই কম, মনেই হবে না গেইম অন্য কোথাও চলছে। আইফোনে অ্যাপটি ব্যবহার করতে দেয়া না হলে স্টিম নির্মাতা ভালভের জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ফোনের অ্যাপে সবচেয়ে বেশি টাকা ব্যয় করেন অ্যাপল ব্যবহারকারীরা। এখন হয়ত স্টিম লিঙ্ক থেকে গেইম কেনার ব্যবস্থা বাদ দিয়ে ভালভ অ্যাপটি আবারো স্টোরে দেয়ার জন্য অ্যাপলের কাছে আবেদন করতে পারবে, তার পর আবারো স্টিম লিঙ্কের দেখা পাবেন অ্যাপল ব্যবহারকারীরা।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর