শিরোনাম
২৪ জুন, ২০১৮ ১৬:৫৭

ছবি শেয়ার আরও সহজ করছে হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক

ছবি শেয়ার আরও সহজ করছে হোয়াটসঅ্যাপ

ফাইল ছবি

বর্তমান এই প্রযুক্তিনির্ভর যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। ধারাবাহিকভাবে নতুন নতুন ফিচার আনে প্রতিষ্ঠানটি। আর তারই জের ধরে এবার অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাডভান্সড ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচার এসে গেলে হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা আরও সহজ হয়ে যাবে।

এ ব্যাপারে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এই নতুন ফিচারের সাহায্যে খুব দ্রুতই শেয়ার করা যাবে ছবি। এই ফিচারের নাম ‘প্রেডিক্টেড আপলোড’। জানা গেছে, এই ফিচারটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত হবে।

হোয়াটসঅ্যাপ বিটা ইনফো-র এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই ফিচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আগে থেকেই সার্ভারে ছবিগুলো আপলোড হয়ে থাকবে। ব্যবহারকারীরা কেবল ‘সেন্ড’ করে দিলেই সেটা পৌঁছে যাবে অন্য প্রান্তে।  

এছাড়া অ্যান্ড্রয়েডের হোয়াটস্যাপের ক্ষেত্রে নতুন বিটা সংস্করণে (২.১৮.১৭৯) কাজ শুরু হয়েছে। ফরোয়ার্ড করা মেসেজের ক্ষেত্রে ‘ফরোয়ার্ডেড’ লেবেল দেওয়া থাকবে। ফলে ব্যবহারকারীরা ‘অরিজিনাল’ ও ‘ফরোয়ার্ডেড’-এর পার্থক্য বুঝতে পারবেন।

বিডি প্রতিদিন/ ২৪ জুন ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর