১ জুলাই, ২০১৮ ০৬:৪৩

উৎক্ষেপণের পরেই রকেটে বিস্ফোরণ!

অনলাইন ডেস্ক

উৎক্ষেপণের পরেই রকেটে বিস্ফোরণ!

উৎক্ষেপণের কিছুক্ষণ পরই মাটিতে পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণের আকার নিল রকেট। জাপানের উপকূলে ঘটেছে সেই ঘটনা। ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য।

জাপানের এক সংস্থাই ওই রকেট তৈরি করেছিল। শনিবার সেটি উৎক্ষেপণ করা হয়। কয়েক সেকেন্ডের পরই সবার চোখের সামনে ভেঙে পড়ে সেটি। জাপান প্রথমবার কোনো বেসরকারি সংস্থার হাত ধরে রকেট মহাকাশে পাঠাতে চেয়েছিল। আর সে চেষ্টাই ব্যর্থ হল। জাপানের জনপ্রিয় ইন্টারনেট প্রোভাইডার Livedoor-এর নির্মাতা তাকাফুমি হোরির সংস্থা Interstellar Technologies ওই রকেট তৈরি করেছে। MOMO-2 নামে ওই রকেট লঞ্চ করা হয় শনিবার জাপানের স্থানীব সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ। সাদার্ন হোক্কাইডির তাইকি থেকে ছোঁড়া হয় এটি।
টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, রকেট-টি দ্রুত ফিরে আসে লঞ্চ প্যাডে। এরপরই দাউদাউ করে আগুন ধরে যাচ্ছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোন খবর নেই। 

 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর