২ জুলাই, ২০১৮ ০৬:১২

গুগলের ফাইল শেয়ারিং অ্যাপ ‘ফাইলস গো’

অনলাইন ডেস্ক

গুগলের ফাইল শেয়ারিং অ্যাপ ‘ফাইলস গো’

সংগৃহীত ছবি

মার্কিন সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল ফাইল শেয়ারিং অ্যাপ ‘ফাইলস গো’ চালু করেছে। যা আগের তুলনায় প্রায় চার গুণ বেশি গতিতে ফাইল বিনিময় করবে। এ জন্য নিজেদের ফাইল শেয়ারিং অ্যাপ হালনাগাদ করেছে গুগল। 

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি অ্যাপটিতে ফাইল বিনিময়ের ব্যবস্থাও আগের তুলনায় নিরাপদ করা হয়েছে। 

ওয়াই-ফাই প্রযুক্তিনির্ভর ‘ফাইলস গো’র সাহায্যে আশপাশের যেকোনো স্মার্টফোনে একসঙ্গে একাধিক ফাইল বিনিময় করা যায়।  ডিভাইসের স্টোরেজের হালনাগাদ তথ্যও জানাতে পারে অ্যাপটি। শুধু তা-ই নয়, ডিভাইসে থাকা অব্যবহৃত অ্যাপ ও ফাইলের তথ্যও জানান দিতে পারে। ফলে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ডিভাইসের স্টোরেজ বাড়ানোর সুযোগ মিলে থাকে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর