৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:২৫

মঙ্গলে 'মাকড়সা', নাসা'র ছবি ঘিরে চাঞ্চল্য!

অনলাইন ডেস্ক

মঙ্গলে 'মাকড়সা',  নাসা'র ছবি ঘিরে চাঞ্চল্য!

সংগৃহীত ছবি

আপনি যদি মনে করেন মাকড়সা শুধু পৃথিবীতেই রহস্য তৈরি করে তাহলে ভুল ভেবেছেন ৷ মাকড়সা মঙ্গলগ্রহে মাকড়সাও রহস্য তৈরি করেছে। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার এমনি কিছু ছবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র ৷

তবে মাকড়সা  শব্দটা অবশ্য মঙ্গলে সামান্য আলাদাভাবে ব্যবহার করা হয় ৷ গত সপ্তাহে নাসা মঙ্গল গ্রহের একটি ছবি প্রকাশ করেছে ৷  Mars Reconnaissance Orbiter-র তোলা এই ছবিটি হত ১৩ মে'র ৷

সেই ছবিতে লাল গ্রহের মাটিতে কিছু জিনিস দেখা যাচ্ছে ৷ যেটা কিছু উঁচু নিচু জিনিস আর মাকড়সা সদৃশ জিনিস চলে গেলে যেরকম দাগ পড়ে সেরকম দাগ পড়েছে ৷  এটা দক্ষিণ গোলার্ধে মঙ্গলগ্রহের চিহ্ন ৷

আসলে পৃথিবীতে এই ধরণের মৌসুম পরিবর্তনের সঙ্গে ভূমি পরিবর্তন হয় না। কিন্তু মঙ্গলে হয় ৷ মঙ্গলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে। অতিরিক্ত ঠান্ডায় যার কিছুটা অংশ মাটির তলায় চলে যায়। আর তারপর যখন উষ্ণতা বাড়ে তখন এই বরফ গলে সেই কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে।

তারপরেই এইরকমের মাকড়সার মতো দেখতে বিষয়গুলি তৈরি হয়। এটা মঙ্গলে মরশুম পরিবর্তনের ইঙ্গিতবাহী।  এমনটাই মনে করছে নাসা।


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর