১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৫২

প্রথম চন্দ্র ভ্রমণে যাচ্ছেন জাপানি বিলিয়নিয়ার

অনলাইন ডেস্ক

প্রথম চন্দ্র ভ্রমণে যাচ্ছেন জাপানি বিলিয়নিয়ার

সংগৃহীত ছবি

পর্যটক হিসেবে চাঁদ ভ্রমণে যাবে এমন প্রথম ব্যক্তির নাম প্রকাশ করেছে ব্যবসায়ী ও বিনিয়োগকারী এলন মাস্কের প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’। পৃথিবী থেকে বেসরকারি উদ্যোগে প্রথম পর্যটক হিসেবে চাঁদ ভ্রমণে যাচ্ছেন জাপানি বিলিয়নিয়ার ও অনলাইন ফ্যাশন-ভিত্তিক ব্যবসায়ী ইউসাকু মায়েযাওয়া। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হথ্রোনে অবস্থিত স্পেসএক্সের সদরদপ্তর থেকে মায়েযাওয়ার চাঁদে যাওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসি'র। 

খবরে বলা হয় ২০১৬ সালে মাস্ক ‘বিগ ফ্যালকন রকেট’ নামে একটি উৎক্ষেপণ পদ্ধতি উন্মোচন করেন। এই সিস্টেম ব্যবহার করেই চাঁদ ভ্রমণে যাওয়ার কথা রয়েছে ৪২ বছর বয়সী মায়েযাওয়ার। আগামী ২০২৩ সালে চাঁদের উদ্দেশে যাত্রা করবেন তিনি। এর আগে ১৯৭২ সালে নাসা’র এপোলো ১৭ মিশনই ছিল মানুষের চাঁদে যাওয়ার সর্বশেষ ঘটনা। তবে এ যাত্রায় স্পেসএক্স চাঁদের ভূখণ্ড স্পর্শ করবে না।
  
উল্লেখ্য, এখন পর্যন্ত মাত্র ২৪ জন মানুষ চাঁদে পা রেখেছেন যাদের সবাই আমেরিকান। এই প্রথম জাপানি বিলিয়নিয়ার এ সুযোগ পাচ্ছেন। 


বিডি প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর