২০ সেপ্টেম্বর, ২০১৮ ০৪:৫১

পৃথিবীকে বাঁচাতে নাসার নতুন পদক্ষেপ

অনলাইন ডেস্ক

পৃথিবীকে বাঁচাতে নাসার নতুন পদক্ষেপ

সংগৃহীত ছবি

পৃথিবীর উষ্ণতা ক্রমেই বেড়ে চলেছে। এ নিয়ে বহু আগেই গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। আর সে ব্যাপারে বিস্তারিত জানতে এবার বড় পদক্ষেপ করল নাসা। লঞ্চ করা হল নতুন আইসস্যাট-২।

এ ব্যাপারে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেরবার্গ এয়ারফোর্স বেস থেকে এটি উৎক্ষিপ্ত হয় অর্ধেক টনের এই উপগ্রহ। 

নাসার এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজ্ঞানী মহল। যেভাবে দ্রুত হারে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে ও মেরু প্রদেশের বরফ গলছে তা অত্যন্ত আশঙ্কাজনক বলে মনে করছে তারা। নাসার গবেষক রিচার্ড স্লোনাকের জানাচ্ছেন, এই প্রোজেক্ট নিয়ে আশাবাদী নাসা। তারা চাইছে দ্রুত ওই সমস্যার গভীরতাকে চিহ্নিত করতে।

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে আইসস্যাট নামের এক উপগ্রহ লঞ্চ করে নাসা। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর