১৬ অক্টোবর, ২০১৮ ২২:১৪

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই

অনলাইন ডেস্ক

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই

ফাইল ছবি

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা পল অ্যালেন (৬৫) আর নেই। নন হজকিন্স লিম্ফোমা (এক ধরনের ব্লাড ক্যান্সার) জটিলতায় সোমবার মারা যান তিনি।

সোমবার বিকেলে পল অ্যালেনের মৃত্যু নিশ্চিত করে তার বোন জডি জানায়, সবদিক দিয়েই অ্যালেন অন্যরকম ছিলেন। পলের পরিবার ও বন্ধুরা তার সহযোগিতা, মহানুভবতা পেয়ে ধন্য। 

পল অ্যালেনের মৃত্যুতে মাইক্রোসফটের আরেক সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, বন্ধুদের মধ্যে সবচেয়ে পুরনো ও প্রিয় একজন মারা যাওয়ায় আমি মর্মাহত। তিনি না থাকলে পার্সোনাল কম্পিউটিং এ পর্যায়ে আসতো না।

২০০৯ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হন অ্যালেন। ওই সময় চিকিৎসায় ভালো হয়ে উঠলেও ১৫ দিন আগে আবারও ক্যান্সার দেখা দেয়। কিন্তু এবার আর সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। 


বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর