২৩ অক্টোবর, ২০১৮ ০৬:২১

বিশ্বের সবচেয়ে পাতলা ফোন!

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে পাতলা ফোন!

সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে পাতলা ফোন প্রকাশ্যে আনল জাপানি সংস্থা কায়োসেরা। পাতলা এই ফোনটির আকার ক্রেডিট কার্ডের সমান। ৫.৩ মিলিমিটার পাতলা ও ৪৭ গ্রাম ওজনের ফোনটিকে বলা হচ্ছে ‘কার্ড ফোন’ কেওয়াই-০১এল। সামনের মাসে জাপানের সবচেয়ে বড় মোবাইল অপারেটর এনটিটি ডোকোমো বাজারে আনবে এই ফোনটিকে।

নতুন এই ফোনটিকে বিশ্বের সবচেয়ে 'পাতলা ফোন' দাবি করেছে ডোকোমো। ২.৮ ইঞ্চি মোনোক্রোম ই-পেপার পর্দা রয়েছে ফোনটিতে। আর এলটিই সংযোগ সমর্থন করবে ডিভাইসটি। ৩৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রয়েছে ডিভাইসটিতে। ফোনটিতে রাখা হয়নি কোনও ক্যামেরা বা অ্যাপ স্টোর। কিন্তু ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য একটি ব্রাউজার রয়েছে এতে।

ডোকোমোর কার্ড ফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন দাবি করা হলেও সে দাবি করতে পারে মটোরলাও। ২০১৬ সালে মোটো জেড স্মার্টফোন আনে প্রতিষ্ঠানটি, যা ছিল ৫.২ মিলিমিটার পুরু। কিন্তু ডিভাইসটিতে বড় একটি ক্যামেরা বাম্প ছিল বলে আপাতত নতুন কার্ড ফোনকেই সবচেয়ে পাতলা ধরা যেতে পারে। নতুন কেওয়াই-০১এল কার্ড ফোনটির বাজার মূল্য বলা হয়েছে ৩০০ মার্কিন ডলার।


বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর