৩ নভেম্বর, ২০১৮ ২০:০১

ডেমোক্র্যাটের নামে ভুয়া ১০ হাজার টুইটার অ্যাকাউন্ট ডিলিট

অনলাইন ডেস্ক

ডেমোক্র্যাটের নামে ভুয়া ১০ হাজার টুইটার অ্যাকাউন্ট ডিলিট

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ডেমোক্র্যাটদের নামে খোলা ১০ হাজারেরও বেশি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে। চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুর দিকে এসব অ্যাকাউন্ট ডিলিট করা হয়। 

শনিবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে করা পোস্টে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল নির্বাচনে ভোট দিতে জনগণকে নিরুৎসাহিত করা হয়। 

ডেমোক্র্যাটিক পার্টির সহায়তাকারী গ্রুপ ‘ডেমোক্র্যাটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটি’(ডিসিসিসি) এসব ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে টুইটার কর্তৃপক্ষকে জানিয়েছিল। টুইটার কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ায় এটাকে নিজেদের বড় ধরনের অর্জন বলে মনে করছে গ্রুপটি।

এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মিথ্যা তথ্য ছড়ানোয় কয়েক মিলিয়ন টুইটার অ্যাকাউন্ট ডিলিট করা হয়। তখন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে নেতিবাচক ও মিথ্যা তথ্য ছড়ানো এসব অ্যাকাউন্টের বিষয়ে কিছু বলতে পারেনি ডিসিসিসি।

এরপর থেকেই তারা ডেমোক্র্যাটদের নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করার উদ্যোগ নেয় ডিসিসিসি। 

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল নির্বাচনের আগে ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে নেয়া এই উদ্যোগ ডেমোক্র্যাটদের প্রতি জনগণকে আশাবাদী করবে বলে মনে করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৮/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর