৫ নভেম্বর, ২০১৮ ১৮:২০

১১ উইকেট নিয়ে যে কীর্তি গড়লেন তাইজুল

অনলাইন ডেস্ক

১১ উইকেট নিয়ে যে কীর্তি গড়লেন তাইজুল

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে তিনি দখল করলেন ১১ উইকেট। এবং এটাই তার ক্যারিয়ারে প্রথম ১০ উইকেট নেওয়ার কীর্তি।

গত শুক্রবার থেকে শুরু হওয়া সিলেট টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ব্যাট করার সময় ৬ উইকেট নেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। যার ফলে এক টেস্টে বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি পেছনে ফেলে দিলেন সাকিব আল হাসানকে।

২০১৬ সালে মিরপুর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে শীর্ষে আছেন মিরাজ। আর ২০০৫ সালে মিরাজের সমান ১২ উইকেট নেওয়া এনামুল দ্বিতীয়স্থানে আছেন। এই টেস্টে তাইজুল ৬৮.১ ওভারে ১৫ মেডেনসহ ২.৪৯ ইকোনোমিতে ১৭০ রান দিয়ে ১১টি উইকেট তুলে নেন। এর আগে তৃতীয়স্থানে থাকা সাকিব ২০১৪ ও ২০১৭ সালে যথাক্রমে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট করে নিয়েছিলেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর