৭ নভেম্বর, ২০১৮ ০৫:১০

বিজ্ঞানীদের সন্ধানে ১৩৫ কোটি বছরের প্রাচীন নক্ষত্র!

অনলাইন ডেস্ক

বিজ্ঞানীদের সন্ধানে ১৩৫ কোটি বছরের প্রাচীন নক্ষত্র!

প্রতীকী ছবি

বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যতম পুরানো নক্ষত্রটির সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেই নক্ষত্রটির মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে ‘বিগ ব্যাং’র সকল রহস্য। কারণ ‌‘বিগ ব্যাং’র পদার্থ দিয়েই তৈরি এই ১৩৫ কোটি বছরের পুরানো নক্ষত্রটি।

খবর অনুযায়ী, এই নক্ষত্রটি আকারে বেশ ছোট এবং এর মধ্যে ধাতুর পরিমাণ কম বলেই ধারণা বিজ্ঞানীদের। আর এর মধ্যেই রয়েছে অস্বাভাবিকত্ব। এটি মিল্কি ওয়ের ‘থিন ডিস্ক’র মধ্যেই রয়েছে বলে তাদের ধারণা। সেই ডিস্কেই রয়েছে সূর্য।

জন হপকিনস ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কেভিন স্কলাউফম্যান জানিয়েছেন, ‘‘১০০ কোটির মধ্যে এটি হয়ত একটি নক্ষত্র। প্রথম প্রজন্মের নক্ষত্র নিয়ে গবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন।’’

তাদের মতে বিগ ব্যাং'র পরে এই নক্ষত্রগুলি হাইড্রোজেন, হিলিয়াম ও সামান্য পরিমাণে লিথিয়াম দিয়ে তৈরি হয়। এই নক্ষত্রগুলি তখন হিলিয়ামের থেকে ভারি পদার্থ তৈরি করে। সেই সব পদার্থ থেকেই ব্রহ্মাণ্ড তৈরি হয়। কাজেই এই নক্ষত্রের আবিষ্কার পৃথিবীর জন্ম নিয়ে অনেক তথ্য দেবে বলে ধারণা বিজ্ঞানীদের। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর