১৪ নভেম্বর, ২০১৮ ১৯:৪১

সফলতার সঙ্গে মহাকাশে পাড়ি দিল ‌‌'বাহুবলী'

অনলাইন ডেস্ক

সফলতার সঙ্গে মহাকাশে পাড়ি দিল ‌‌'বাহুবলী'

যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে মহাকাশে পাড়ি দিল GSAT-29 যা ‌‌'বাহুবলী' নামে পরিচিত। বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বিকেল ৫টা ৮ মিনিটে উপগ্রহটির সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

এদিন উৎক্ষেপণের আগে ঘূর্নিঝড় গাজা'র প্রভাবে উপগ্রহটির যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল, তা থেকে সম্পূর্ণভাবে উপগ্রহটিকে রক্ষা করে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এদিন শ্রীহরিকোটা থেকে ৬৭তম উপগ্রহ ও দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩৩-তম কমিউনিকেশন উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। 

ইসরোর তরফে জানানো হয়েছে, ৩ হাজার ৪২৩ কেজি ওজনের এই উপগ্রহটি ইন্টারনেট প্রযুক্তিকে আরও দৃঢ় করার পাশাপাশি জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট প্রযুক্তি পৌঁছে দিতে সাহায্য করবে।

শুধু তাই নয় উপগ্রহটির মধ্যে রয়েছে ইউনিক লেজার অপ্টিক্যাল কমিউনিকেশন ব্যবস্থা। যা ইসরো প্রথমবার পরীক্ষামূলক ভাবে উপগ্রহটিতে দিয়েছে। পাশাপাশি এই ৪টন ওজনের উপগ্রহটি উৎক্ষেপণ করে ভারত নিজের নাম বিশ্বের বৃহৎ ওজনের উপগ্রহ উৎক্ষেপণকারী দেশগুলো মধ্যে নথিভূক্ত করল। এইসময়

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর