১৫ নভেম্বর, ২০১৮ ১২:৫০

নেপালে প্রথমবারের মতো রোবট ওয়েটারের খারাব পরিবেশন

অনলাইন ডেস্ক

নেপালে প্রথমবারের মতো রোবট ওয়েটারের খারাব পরিবেশন

নেপালে প্রথমবারের মতো রেঁস্তোরায় রোবট ওয়েটার খাবার পরিবেশন করেছে। ক্ষুধার্ত কাস্টমারদের টেবিলে গরম পুডিং পরিবেশন করে দেশটির প্রথম রোবট ওয়েটার ‘জিনজার’ কাস্টমারদের উদ্দেশ্য করে বলছে, ‘খাবার উপভোগ করুন।’

নেপাল উঁচু পর্বতমালার জন্যই বিশেষ পরিচিত। প্রযুক্তির ক্ষেত্রে দেশটি অনেকটাই পিছিয়ে। কিন্তু একদল উদ্ভাবনী যুবক দেশটিতে প্রযুক্তি নিয়ে এসেছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

স্থানীয় কোম্পানি পাইলা টেকনোলজি প্রস্তুত করেছে পাঁচ ফুট লম্বা রোবট ‘জিনজার’। রোবটটি ইংরেজি ও নেপালি উভয় ভাষা বুঝে। জিনজার নামের এই মানবাকৃতির রোবটটি অ্যাপেল’স সিরি অথবা অ্যামাজনের অ্যালেক্সার মতো কৌতুক করতে পারে। নেপালের রান্নায় ব্যবহৃত অতি প্রয়োজনীয় উপকরণ আদার নামে রোবটির নামকরণ করা হয়েছে।

রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিনয় রাউত বলেন, ‘আমরা এখন পরীক্ষামূলকভাবে রোবটগুলোকে কাজে লাগিয়েছি। রোবটের সেবা সম্পর্কে কাস্টমারদের মতামতের অপেক্ষায় আছি আমরা।’ ২৫ জন তরুণ প্রকৌশলী কয়েকমাস পরিশ্রম করে রোবটটি প্রস্তুত করেছে। বিনয় (২৭) তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর