৭ ডিসেম্বর, ২০১৮ ০২:৩৬

অ্যাপেল'র ফোনে পর্নোগ্রাফি দেখা বন্ধ

অনলাইন ডেস্ক

অ্যাপেল'র ফোনে পর্নোগ্রাফি দেখা বন্ধ

ফাইল ছবি

পর্নোগ্রাফি নিয়ে যেমন আলোচনার শেষ নেই , ঠিক তেমনিই এই বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দেশের নীতি বা বিভিন্ন কোম্পানির নীতিরও শেষ নেই। এবার পর্নোগ্রাফির ওপর নিয়ন্ত্রণ আনতে কড়া পদক্ষেপ নিল অ্যাপেল কর্তৃপক্ষ।

জানা গেছে, অ্যাপেল নিজেদের অ্যাপস্টোর থেকে বাতিল করে দিল সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম। বিশ্বমানের এই বহুজাতিক সংস্থা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পর্নোগ্রাফি দূরীকরণের এই পদক্ষেপ নিয়েছে যে, পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টাম্বলারকে নিজেদের অ্যাপ স্টোর থেকে বাদ দিয়ে দিয়েছে। 

আর বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত এই ফোনের প্লে-স্টোর থেকে বাদ পড়ায় নড়েচড়ে বসেছে টাম্বলার। দ্রুত নির্দেশ জারি হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যটাফর্মে যৌন উত্তেজনামূলক কোন কিছু দেখানো যাবে না বা ব্যবহারকারীরা সেটা শেয়ার বা পোস্টও করতে পারবেন না।

অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে ফোন যেহেতু ছোটরাও হাত দেয় বা ঘাঁটাঘাঁটি করে তাই যৌন উত্তেজনাপূর্ণ কোনও বিষয় তা সে ভিডিও, ছবি অথবা জিফ ফাইল যাই হোক তা তাদের দেখা বা শোনা কাম্য নয়। 

 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর