৭ ডিসেম্বর, ২০১৮ ০৬:১৩

ধেয়ে আসছে পৃথিবীর বিপদ 'বেন্নু', জানাল নাসা!

অনলাইন ডেস্ক

ধেয়ে আসছে পৃথিবীর বিপদ 'বেন্নু', জানাল নাসা!

ফাইল ছবি

নাসার মহাকাশযান ‘ওসিরিস রেক্স’ ১২০ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেছে পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু বেন্নু'র কাছে। পাড়ি দেওয়া বাকি আর ৮০ কোটি কিলোমিটার। 

সেখান থেকেই এই মহাকাশযানের প্রদেয় তথ্যে বিজ্ঞানীরা নিশ্চিত করছেন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বেন্নু। পৃথিবীতে এসে ধাক্কাও মারতে পারে বেন্নু। তবে তাতে সময় লাগবে আরও ১৬৬ বছর।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বেন্নুর উদ্দেশে রওনা দেয় নাসার মহাকাশযান। আগামী আরও ছয় বছর এই গ্রহাণুকে নিরীক্ষণ করবে এই মহাকাশযান। উল্লেখ্য, নাসা পৃথিবীর বিপদ বলে যে ৭২টি গ্রহাণুকে চিহ্নিত করছে, তার মধ্যে অন্যতম বেন্নু। প্রতি ঘণ্টায় ৬৩০০০ মাইল গতিবেগে সূর্যকে প্রদক্ষিণ করছে বেন্নু।   


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত‌  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর