৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫৩

আসছে শাওমির ৪৮ মেগাপিক্সলের ক্যামেরা ফোন

অনলাইন ডেস্ক

আসছে শাওমির ৪৮ মেগাপিক্সলের ক্যামেরা ফোন

এই ছবি ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য

অন্য মোবাইল প্রস্তুত সংস্থাগুলিকে চমকে দিয়ে শাওমি জানিয়ে দিল, আগামী মাসেই বাজারে আসতে চলেছে তাদের ৪৮ মেগাপিক্সল যুক্ত ক্যামেরা ফোন।

যদিও ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সলের বলে জানালেও এ নিয়ে বিস্তারিত আর কিছুই বলেনি তারা। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নয়া মডেলের প্রতি নেটিজেনদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন সংস্থাটি। যে ছবিতে ফোনের ক্যামেরাটির এক ঝলক নজরে পড়ছে মাত্র। যার ফলে মডেলের লুক ঠিক কেমন হবে, তা নিয়ে ধোঁয়াশাই রেখেছে কোম্পানি। 

শাওমির এই ফোন বাজারে এলে যে বাকি কোম্পানিগুলিকেও নতুন করে ভাবনাচিন্তা শুরু করতে হবে, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে ওয়ান প্লাস, নোকিয়া, অপ্পো, ভিভো, হুয়াউয়ে'র মতো সংস্থাগুলিও ৪৮ মেগাপিক্সলের ক্যামেরার ফোন বাজারে আনতে পারে। ইতিমধ্যেই ৪৮ মেগাপিক্সলের রিয়ার ক্যামেরা বিশিষ্ট স্মার্টফোন এনেছে হুয়াউয়ে। এবার দেখা যাক শাওমি তাদের ফোনটি জানুয়ারিতে বাজারে আনে কী না।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর