৪ জানুয়ারি, ২০১৯ ০২:৪৭
খবর ফক্স নিউজ'র

চলতি মাসে একসঙ্গে দেখা যাবে চাঁদ'র ৩ রূপ!

অনলাইন ডেস্ক

চলতি মাসে একসঙ্গে দেখা যাবে চাঁদ'র ৩ রূপ!

প্রতীকী ছবি

টেলিস্কোপ চোখে লাগিয়ে যারা রাতের আকাশ দেখেন, তাদের জন্য দারুণ খবর। একসঙ্গে তিনটি রূপে দেখা দিতে চলেছে আমাদের অতি পরিচিত চাঁদ। আর ২০১৯ সালের চলতি মাস মানে জানুয়ারিতেই ঘটতে চলেছে এই বিরল ঘটনা।

জানা গিয়েছে, একই সঙ্গে ঘটতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রক্তচন্দ্র এবং ‘উলফ মুন’। জানুয়ারি মাসের ২০ ও ২১ তারিখ রাতে চাঁদের এই রুপ দৃশ্যমান হবে। উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই দৃশ্য স্পষ্ট দেখা যাবে। পশ্চিম ইউরোপ ও পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকেও দেখা যাবে চাঁদের এই রূপ।

মহাকাশ-বিষয়ক গণমাধ্যম ‘স্পেস.কম’ জানিয়েছে, সূর্য, পৃথিবী ও চাঁদ একই রেখায় হলে তবেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে। এবারেও ঘটতে চলেছে তেমন ঘটনা। এই অবসরেই কয়েক ঘণ্টার জন্য চাঁদ সম্পূর্ণ রক্তবর্ণ ধারণ করবে। এবং শীতের মধ্যভাগের পূর্ণিমা, যা ‘উলফ মুন’ নামে পরিচিত, তাও ঘটবে একই সঙ্গে।

‘স্পেস.কম’র দেওয়া পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ১-২ ঘণ্টা স্থায়ী হবে এই গ্রহণ। চাঁদ এই সময়ে পৃথিবীর খুব কাছে থাকার কারণে স্বাভাবিকের থেকে বড় দেখাবে। সেই কারণে এই ঘটনাকে ‘সুপার ব্লাড মুন’-ও বলা হচ্ছে। খালি চোখেই বোঝা যাবে চাঁদের আকারের এই পরিবর্তন। 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর