১০ জানুয়ারি, ২০১৯ ০৬:৩৮

জামা-কাপড় নিজে থেকেই গুছিয়ে দেবে এই মেশিন! (ভিডিও)

অনলাইন ডেস্ক

জামা-কাপড় নিজে থেকেই গুছিয়ে দেবে এই মেশিন! (ভিডিও)

জামা -কাপড় কাচার পর গুছিয়ে রাখার সমস্যায় আমরা সকলেই কখনও না কখনও জেরবার হয়েছি। কিন্তু এই প্রযুক্তি সর্বস্ব যুগে দাঁড়িয়ে সেই সমস্যারও সমাধান নিয়ে এসেছে বলে দাবি করল একটি সংস্থা। জামা-কাপড় কাচা হয়ে যাবার পর সেগুলি গুছিয়ে দিয়ে সাহায্য করবে তাদেরই তৈরি করা একটি মেশিন, এমনটাই দাবি সেই সংস্থার।

‘ফোল্ডিমেট’ বলে সেই সংস্থার দাবি, তাদের তৈরি সেই মেশিনের সাহায্যে অত্যন্ত দ্রুত যেকোনও রকম পোশাক ভাঁজ করে গুছিয়ে ফেলা যাবে। তাদের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টি-শার্ট অত্যন্ত তাড়াতাড়ি গুছিয়ে তৈরি করে দিচ্ছে সেই যন্ত্রটি।

যদিও টি-শার্টটি শুধুই উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে দাবি ওই সংস্থার। টি-শার্ট ছাড়াও অন্যান্য যে কোনও রকম পোষাকই সেই একই রকম দক্ষতার সঙ্গেই তারা ভাঁজ করে তৈরি করে দিতে পারবে বলে দাবি করেছে সেই সংস্থা।

ভিডিও:

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর