শিরোনাম
১৩ জানুয়ারি, ২০১৯ ১১:৫৯

পণ্য নামিয়ে গ্রহীতার দরজায় পৌঁছে দিচ্ছে রোবো-ডগ (ভিডিও)

অনলাইন ডেস্ক

পণ্য নামিয়ে গ্রহীতার দরজায় পৌঁছে দিচ্ছে রোবো-ডগ (ভিডিও)

সংগৃহীত ছবি

বর্তমান যুগে হাসপাতাল, বাণিজ্য ও রেস্তোরাঁসহ বিভিন্ন সেক্টরে রোবটের ব্যবহার চলছে। এবার মানুষ যেভাবে পণ্য বহন করে, ঠিক একই রকম কাজ করবে এক রোবট। আর সেই রোবটের নাম দেয়া হয়েছে রোবো-ডগ।

জার্মানির অটোমেটিভ ফার্ম কন্টিনেন্টাল নামে একটি কোম্পানি এমন রোবট আবিষ্কার করেছে। তারা লাস ভেগাসে চার পা যুক্ত রোবো ডগ প্রদর্শন করেছে। দেখানো হয়েছে কিভাবে ওই ভ্যান থেকে সে পণ্য নামিয়ে তা সিঁড়ি বেয়ে গ্রহীতার দরজায় পৌঁছে দিচ্ছে। তারা দরজা খুলতে পারে। এমন কি এলিভেটরে চড়তে পারে।

জানা গেছে, এই রোবো-ডগের ওজন ৬৬ পাউন্ড। ২২ পাউন্ড পর্যন্ত পণ্যবহন করতে পারবে সে। এই রোবো-ডগ ৩৬০ ডিগ্রি কোণে বা চারদিকে ঘুরতে পারবে। তার শরীরে লাগানো আছে স্টেরিও ক্যামেরা। কার্বন ফাইবার ও অ্যালুমিনিয়াম দিয়ে। এই রোবটকে তৈরি করা হয়েছে। সেই সঙ্গে পানি বা ময়লা আবর্জনায় যাতে সে নষ্ট না হয় সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। একবার চার্জ দিলে দুই থেকে চার ঘন্টা তার ব্যাটারির স্থায়িত্ব থাকবে।

https://video.dailymail.co.uk/video/mol/2019/01/12/4826379301719330467/1024x576_MP4_4826379301719330467.mp4

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর 

সর্বশেষ খবর