১৬ জানুয়ারি, ২০১৯ ১৩:৫৭

মধ্যবিত্তের নাগালে আনতে দাম কমানো হচ্ছে আইফোনের

অনলাইন ডেস্ক

মধ্যবিত্তের নাগালে আনতে দাম কমানো হচ্ছে আইফোনের

আইফোন (iPhone) অ্যাপল ইনকর্পোরেটেড দ্বারা নির্মিত একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন। বিশ্বব্যাপী এই ফোনের ব্যাপক চাহিদা থাকলেও দাম আকাশছোঁয়া। এদিকে, ক্রমশ কোম্পানির শেয়ারের দাম কমছে। এতদিন অ্যাপল এর শক্ত বাজার ছিল চীন। সেখানেও বিপুল হারে আইফোন বিক্রি কমেছে। বিশ্লেষকরা জানিয়েছেন শিগগিরই চীনে সস্তা হতে চলেছে ''iPhone XR''। সম্প্রতি জাপানে সস্তা হয়েছে ''iPhone XR''। এছাড়াও চীনে একাধিক পুরনো আইফোন মডেলের দাম কমিয়েছে অ্যাপল। এছাড়াও নতুন বছরে ভিডিও স্ট্রিমিং অ্যাপ নিয়ে আসতে চলেছে কোম্পানিটি।

ড্যানিয়েল ইভস নামে এক বিশ্লেষক জানিয়েছেন, বাজারে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে 'আইফোন-এক্সআর' মডেলের দাম অনেকটাই কমাতে চলেছে অ্যাপল। ইতিমধ্যেই চীনের বড় খুচরা বিক্রেতারা একাধিক আইফোন মডেলে বিপুল ছাড় দিতে শুরু করছে।

সম্প্রতি বেশ নড়বড়ে অ্যাপল স্টক। এর অন্যতম কারন লেটেস্ট ''আইফোন এক্সআর'' এর আকাশছোঁয়া দাম। যা অ্যাপল লগ্নীকারীদের বেশ চিন্তায় রেখেছে। তাই নতুন গ্রাহক টানতে ''আইফোন এক্সআর'' সস্তা করার সিদ্ধান্ত নিতে চলেছে কোম্পানি।

বিশ্বব্যাপী আইফোন সেলে ভাঁটার কারণে সার্ভিসে জোড় দিতে চাইছে অ্যাপল। অনেক দিন ধরেই অ্যাপলের ভিডিও স্ট্রিমিং সার্ভিস বাজারে আসার কথা শোনা যাচ্ছিল। এবার দিনের আলো দেখতে পারে এই সার্ভিস। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোম্পানির সিইও টিম কুক জানিয়েছিলেন, ২০১৯ সালে একাধিক সার্ভিস লঞ্চ করবে অ্যাপল। আমাজন, নেটফ্লিক্স ও হুলুর মতো জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সার্ভিসের সামনে কড়া প্রতিযোগিতার মুখমুখি হবে অ্যাপল এর নতুন ভিডিও স্ট্রিমিং সার্ভিস। সূত্র: এনডিটিভি

বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর