১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:৫৮

সাপ-পোকা-মাকড়সা নিয়ে ভালোবাসা দিবস উদযাপন গুগলের

অনলাইন ডেস্ক

সাপ-পোকা-মাকড়সা নিয়ে ভালোবাসা দিবস উদযাপন গুগলের

বিশ্বের অধিকাংশ দেশে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিন সবাই তাদের হৃদয়ের খুব কাছের, ভালোবাসার মানুষটির সঙ্গে কাটাতে চান। তাদের নিয়ে ঘুরতে চান, দিনটিকে বিশেষ করে তোলার চেষ্টা করেন।

ভালোবাসা দিবস উদযাপন করছে সার্চ ইঞ্জিন গুগলও। তারা আজ একটি ডুডল (গুগলের বিশেষ লোগো) প্রকাশ করেছে। যার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যে ভালোবাসা কত বৈচিত্র্যময়। বর্ণ, জাতি, আকার ভেদে ভালোবাসা কীভাবে জন্ম নেয় এবং কীভাবে তা প্রকাশ করা হয়।

ভালোবাসা দিবসের ডুডল তৈরিতে একজোড়া সাপ, পোকা ও মাকড়সাকে ব্যবহার করেছে গুগল। ভালোবাসাকে ব্যাখ্যা করতে গিয়ে গুগল বলেছে, ভালোবাসা দিবস নানাভাবে উদযাপন করা যায়। অনেকে লাল গোলাপ, চকলেট কিংবা কার্ড পাঠিয়ে প্রিয়জনকে জানাতে চায় তারা কতটা গুরুত্বপূর্ণ ও হৃদয়ের কাছের। তবে সবকিছুর ঊর্ধে এটা এমন কিছু যা অর্থ দিয়ে কেনা যায় না, সেটা হল সর্বজনীন, ভালোবাসার অনস্বীকার্য শক্তি।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর