২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:৪০

ডিলিট করা মেসেজও সংরক্ষণ করে ট্যুইটার!

অনলাইন ডেস্ক

ডিলিট করা মেসেজও সংরক্ষণ করে ট্যুইটার!

ডিলিট করা মেসেজও সংরক্ষণ করে রাখে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটার। টেক ক্রাঞ্চের বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ এ খবর দিয়েছে।

এক গবেষনায় দেখা গেছে, কয়েক বছর আগের মেসেজ সংরক্ষণ করে রেখেছে ট্যুইটার। এমনকি যেসব অ্যাকাউন্ট এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বা ডিলিট করা হয়েছে সেগুলোর মেসেজও এর মধ্যে রয়েছে।

এ সম্পর্কে টুইটারের এক মুখপাত্র জানিয়েছে, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। দ্রুতই এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, আগে চ্যাট থেকে আনসেন্ড ফিচারের মাধ্যমে মেসেজ ডিলিট করতে পারতেন ট্যুইটার গ্রাহকরা। কিন্তু এখন শুধু নিজের অ্যাকাউন্ট থেকে মেসেজ ডিলিট করার সুযোগ পান তারা। অর্থাৎ প্রাপকের কাছে মেসেজ ঠিকই থেকে যায়।
 

বিডি প্রতিদিন/হিমেল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর