২৩ মার্চ, ২০১৯ ১৮:৪৪

বন্ধ হচ্ছে গুগলের 'ইনবক্স'

অনলাইন ডেস্ক

বন্ধ হচ্ছে গুগলের 'ইনবক্স'

যে কোন সমস্যা হলেই আমরা দ্বারস্থ হই গুগলের কাছে। সব প্রশ্নের উত্তর হাতেনাতে! পাশাপাশি রয়েছে Google Pay, Google Assistant, Google Duo-র মতো একাধিক অ্যাপ যেগুলো আমাদের নানা প্রয়োজন সহজে মিটিয়ে দেয়। কিন্তু এবার Google-এর একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ বন্ধ করে দিচ্ছে সংস্থা।

জানা গেছে, আগামী ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে Google-এর ব্যাপক ব্যবহৃত ও বহুল জনপ্রিয় অ্যাপ ‘Inbox’। ২০১৪ সালের ২২ অক্টোবর Gmail ব্যবহারকারীদের জন্য চালু হয়েছিল এই অ্যাপ। 

এবার ‘Inbox’-এর পরিবর্তে ‘Bundles’ ফিচারটি যুক্ত করা হবে Gmail-এর সঙ্গে। এই ‘Bundles’ ফিচারে একই বিষয়ের একাধিক মেইল গ্রুপ করে রাখা যাবে। এছাড়াও একাধিক নতুন ফিচার যুক্ত হচ্ছে Gmail-এ।-নিউজ১৮

বিডি প্রতিদিন/২৩মার্চ ২০‌১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর