১৮ এপ্রিল, ২০২৪ ১৪:১১

ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তির প্রতিবাদ করায় চাকরি গেল ২৮ কর্মীর

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তির প্রতিবাদ করায় চাকরি গেল ২৮ কর্মীর

ছবিতে গুগল ক্লাউডের সিইও টমাস কুরিয়ানের ক্যালিফোর্নিয়া অফিস

গুগলের সাথে ইসরায়েল সরকারের হওয়া একটি চুক্তি বাতিলের দাবিতে সম্প্রতি এই টেক জায়ান্ট কোস্পানির কিছু কর্মীরা বিক্ষোভ করে আসছিলেন। প্রতিবাদের প্রেক্ষিতে গুগলের ২৮ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। 

‘প্রজেক্ট নিম্বাস’ নামের এই প্রজেক্ট হচ্ছে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েল সরকারের ১২০ কোটি ডলারের বিতর্কিত একটি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দফতরকে ক্লাউড পরিষেবাসহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি।

এর আগে, মঙ্গলবার এর প্রতিবাদে নিউইয়র্কে প্রযুক্তি প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টারের সামনে ফিলিস্তিনপন্থী কর্মীরা অবস্থান নিয়েছিল। পরে সন্ধ্যায় নিউইয়র্ক সিটি ও সানিভেলে গুগল কোম্পানির অফিসে বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।

এছাড়া, গুগলের ক্যালিফোর্নিয়া অফিসে নিজেদেরই এক কর্মীকে পুলিশের কাছে তুলে দেয় গুগল কর্তৃপক্ষ। অফিস কক্ষের ভেতর ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন তিনি। গুগলের এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন অনেকে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর